এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে আলুবাহী একটি মিনি ট্রাকের চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সহযোগী আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা (৪৮)।
তিনি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আল–মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ছিলেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাদশা তার এক সহযোগী মুফতি খাইরুল বাশারকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া–৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসার উদ্দেশে যাচ্ছিলেন। একই সময়ে একটি আলুবাহী মিনি ট্রাকও ওই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ফুলতলা এলাকায় ট্রাকটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার সহযোগী মুফতি খাইরুল বাশার। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি ট্রাকটিকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া–৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই তার সঙ্গে বাদশার কথা হয়েছিল। তিনি দেখা করতে আসছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com