ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুনীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনে অংশ নিল হত্যাকারী নিজেই, উপস্থিত ছিল দাফন ও জানাজাতেও!

    admin
    November 4, 2025 10:33 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

    আপন চাচাতো ভাইয়ের হাতেই নির্মম ভাবে হত্যার শিকার হয় ৬বছরের শিশু আদিবা জাহান মিম। খুনের পর হত্যাকারী নিজেই খোঁজাখুজি করে আদিবাকে, লাশ উদ্ধারের পর অংশ নেয় জানাযা ও দাফনে, খুনির গ্রেফতার দাবীতে করেছে মানববন্ধনও।

    না এটা কোন সিনেমার গল্প কাহিনি নয়, এমনটাই ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে। আবু হানিফ মিয়ার ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে হত্যার লাশ গুম করে এভাবেই অভিনয় করে যাচ্ছিল তার কলেজ পড়ুয়া ভাতিজা ইয়াসিন। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার দুপুরে আসামি আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
    আটক ইয়াসিন সিমানারপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে এবং আবু হানিফ মিয়ার আপন ভাতিজা।

    বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, একটি ফোন কলের সুত্রধরে আমরা কাজ শুরু করি। তদন্তে আমরা আদিবার চাচাতো ভাই ইয়াসিনকে শনাক্ত করে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে আদিবাকে হত্যার কথা স্বীকার করে।

    কিভাবে হত্যা করেছে এবং সাথে আর কেউ জড়িত আছে কি না এটা জানার জন্য আমরা আদালতে আসামি ১০দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ড আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST