আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে অবস্থান করছিলেন বিকুল। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ যা বলছে: প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোনো কোন্দল বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত ও পরবর্তী পদক্ষেপ: ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা মামলার খবর পাওয়া যায়নি।


