মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের হ্যাঁ ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ১০ ঘটিকায় আবুল হোসেন ঈদগাহ মাঠে জেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিছ তসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুদরত-ই খোদা এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাতাহ। সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক সফিকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন—আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশ ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে ইমামদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষা, স্বৈরাচার প্রতিরোধ এবং ৫ আগস্টের শহীদদের স্মরণে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা সময়ের দাবি। সমাজে ইমামরা সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব হওয়ায় তাদের ইতিবাচক ভূমিকা গণভোটের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অতিথিরা।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন উপজেলার মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। গণভোটে সচেতনতা বাড়াতে ইমামদের এই সম্মেলন ব্যাপক গুরুত্ব বহন করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com