নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ও বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শক সমিতি।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) মনি মোহন বাড়ৈ, আব্দুল জলিল হাওলাদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) রাবেয়া জামান সুমি, পরিবার কল্যাণ সহকারী (FWA) লাভলী আক্তার, লিপিকা মন্ডল, পাপিয়া আক্তারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ের কর্মীরা নানাবিধ সংকটে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়ন করে তাদের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে আরও জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।


