নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় কনক লতা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধা কনক লতা মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের বাসিন্দা।
ওসি শাহ আলম জানান, সন্ধ্যায় বৃদ্ধা কনক লতা গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


