নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর -কাশিয়ানির) স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা হওয়ায় আসনটিতে নির্বাচনের রং অনেকটাই পাল্টে গেল। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ হবার বিষয়টি মুঠোফোন নিশ্চিত করেছেন তার ভাই ব্যারিস্টার নাজমুল আলম।
গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এরপরই স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দেন।


