মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা, জেলা পরিনিধি গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একতরফা তালাক দিয়ে পুনরায় ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে মামলা সূত্রে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।ভুক্তভোগী রোকসানা বেগমকে একতরফা তালাক দেওয়ার পরও মিথ্যা আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপন করায় ১৯/৪৭৭ মামলাটি হয়।
জানা যায়, গত ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত মানিক মিয়া তার দ্বিতীয় স্ত্রীকে একতরফা তালাক প্রদান করে। তাদের সংসার জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে বিভিন্ন তালবাহানায় যোগাযোগ স্থাপন করেন এবং বিগত ৩মাস যাবত একই গ্রামে (চককোচমুড়ি) দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে অতি গোপনে মেলামেশা শুরু করে। সবশেষ গত বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অবস্থান করে মেলামেশা করেন। প্রতিবেশিরা বিষয়টি টের পেলে মানিক মিয়া কৌশলে পালিয়ে আত্মগোপন করে। পরে বিষয়টিতে ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দিলে তা রুজু করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত এজাহার আমলে নেওয়া হয়েছে। অভিযুক্ত মানিক মিয়াকে বগুড়া থেকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।