মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার গুনগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে খণ্ডবিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত ঘাটাইল থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে সেগুলো বস্তায় ভরে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে। এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকছেদুর রহমান বলেন, এখনো পরিচয় শনাক্ত করা হয়নি পরিচয় শনাক্তের জন্য ফরেনসিকে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com