মো:ফারুক আহমেদ ঘটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে ডুবে হাসিবুল( ২৯)নামে এক যুবক ডুবে নিহত হয়েছে। তার বাড়ী পঞ্চগড় জেলার বোদা থানার গোবার ভিটা গ্রামের বাদশা মিয়ার ছেলে। মঙ্গলবার (১৩জানুয়ারী)সকাল ১১টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেব নাথ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উপজেলা প্রশাসনের পুকুরে হাসিবুল (২৯) গোসল করতে নামে। ডুব দেওয়ার পরে উঠেনি। বিষয়টি আশে পাশের লোকজন দেখেন। অনেক সময় পেরিয়ে গেলেও ডুব দিয়ে না উঠার কারনে । পরে ঘাটাইল ফায়ার সার্ভিসের দল কে জানান তারা টাঙ্গাইল জেলার ডুবুরী ইউনিটের লোকজন খবর দিলে ২ঘন্টা চেষ্টা করে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেবনাথ জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে টাঙ্গাইল থেকে ডুবুরী ইউনিট কে খবর দেই পরে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে। ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান লাশ থানায় আছে। তার স্বজন এলে আইনি প্রক্রিয়া হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com