মো:ফারুক আহমেদ (ঘাটাইল ) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে ঘাটাইল হাই স্কুল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। জনসভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করার বিকল্প নেই। জনসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com