মো:ফারুক আহমেদ ঘাটাইল(টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া বনের ভিতরে ছারপত্র বিহীন করাতকল স্থাপনের অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভ’মি) জাহিদুর রহমান ও টাঙ্গাইল ধলাপাড়া রেঞ্জকর্মকর্তা মোঃ সাব্বির হোসাইন।(২৫ডিসেম্বর)সকাল ১০টায় থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। প্রেস রিলিজ থেকে জানাযায় বন আইনে বনের ভিতরে কমপক্ষে ১০কিঃ মিটারের ভিতরে করাত করাতকল স্থাপন নিষিদ্ধ। উপজেলার রুসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মোঃ সোলায়মানের ছেলে মনিরুজ্জামান(৩৮) এই আইনে কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দির্ঘদিন যাবৎ বনের ভিতরে করাতকল চালাচ্ছেন।বিষয়টি বন বিভাগ কর্মকর্তা জানার পর উপজেলা প্রশাসন কে অবহিত করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমার ১০হাজার টাকা জরিমানা করেন।জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমানও টাঙ্গাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন জানান উপজেলা প্রশাসন ও বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।


