ঢাকাTuesday , 20 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে গম উৎপাদনের বদলে পশুখাদ্য হিসেবে বিক্রি হচ্ছে সবুজ গম চারা

    admin
    January 20, 2026 3:22 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গম উৎপাদনের পরিবর্তে পশুখাদ্য হিসেবে গমের সবুজ চারা বিক্রির প্রবণতা বাড়ছে। অধিক লাভের আশায় অনেক কৃষক গম পরিপক্ব হওয়ার আগেই গাছ কেটে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। ফলে ব্যাহত হচ্ছে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা।

    সরেজমিনে দেখা যায়, উপজেলার রানীগঞ্জ, বলোগাড়ী, কানাগাড়ী, ডুগডুগি ও ওসমানপুরসহ বিভিন্ন বাজারে আটি বেঁধে সবুজ গম চারা বিক্রি হচ্ছে। এসব চারা গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাজারে প্রতি আটি গম চারা বিক্রি হচ্ছে ১০ টাকা দরে।

    কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে গম চাষ করলে সর্বোচ্চ ৮ মণ পর্যন্ত উৎপাদন হয়। মণপ্রতি ২ হাজার টাকা হিসেবে যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৬ হাজার টাকা। অথচ একই জমিতে উৎপাদিত গমের সবুজ গাছ কেটে পশুখাদ্য হিসেবে বিক্রি করলে ৪ হাজারের বেশি আটি পাওয়া যায়, যার বাজারমূল্য ৪০ হাজার টাকারও বেশি। এছাড়া গম পাকাতে আরও প্রায় দুই মাস সময় লাগায় আগেভাগেই গাছ বিক্রি করে কৃষকরা জমিতে অন্য ফসল আবাদ করতে পারছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, তিনি ২০ শতাংশ জমির গমের কাঁচা গাছ কেটে বাজারে বিক্রি করছেন। প্রতি আটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গম পাকানোর চেয়ে কাঁচা অবস্থায় পশুখাদ্য হিসেবে বিক্রি করাই বেশি লাভজনক। কম সময়ে টাকা পাওয়া যায়, আবার জমিতে অন্য ফসলও চাষ করা যায়।”

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় দিন দিন গমের আবাদ কমে যাচ্ছে। ভুট্টার আবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহ হারাচ্ছেন। গত মৌসুমে উপজেলায় ১১০ হেক্টর জমিতে গম চাষ হলেও চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০০ হেক্টর। তবে বাস্তবে গমের আবাদ হয়েছে মাত্র ৫০ হেক্টর জমিতে।

    ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা সেদিকেই ঝুঁকছেন। পাশাপাশি পশুখাদ্য হিসেবে গমের সবুজ গাছ বিক্রি করায় গমের উৎপাদন ও লক্ষ্যমাত্রা দুটোই কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST