ঢাকাTuesday , 6 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

    admin
    January 6, 2026 9:57 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে হুরী বেগম (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি ভেলাইন গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী এবং মৃত চাঁন মিয়ার কন্যা।

    পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন হুরী বেগমের দেহ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সাদা রঙের কৌটার ভেতর থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলের ১০৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।

    থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক সংক্রান্ত পূর্বে দায়েরকৃত মোট ১০টি মামলা রয়েছে।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST