ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স না থাকা এবং চিকিৎসা সেবায় অনিয়মের দায়ে এক ভুয়া ডাক্তারসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, 'মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০' এবং 'মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২' এর বিভিন্ন ধারায় এই সাজা প্রদান করা হয়। অভিযানের সময় উপজেলার ডুগডুগি হাটে অবস্থিত এস এ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা অবস্থায় কামাল হোসেন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় উপজেলার ওসমানপুরের আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা ও উপজেলার রানীগঞ্জের ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নানা অনিয়মের দায়ে উপজেলার রানীগঞ্জের মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী। আইনশৃঙ্খলা রক্ষায় ঘোড়াঘাট থানার এসআই মোঃ মামুন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com