ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
“গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং গাণিতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৩য় তম আইরিশ গণিত উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম অধিবেশনে আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আয়োজনে গণিত উৎসবের লিখিত পরীক্ষায় উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরবর্তীতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ছয়টি গ্রুপে মোট ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাকিব আনাম-এর সভাপতিত্বে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী সামিহা রহমান ও জোয়াইয়া আমিন-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য রাখেন।
গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


