মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বৃদ্ধিতে কাজ করেছি। যেসব বিভাগে বেশি সমস্যা সেসব বিভাগের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। এরমধ্যে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স অন্যতম। আশা করি, গবেষণা, উচ্চ শিক্ষায় এ বিভাগ এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে বিশ্বের শিক্ষার্থী মনে করবা। এমনভাবে নিজেকে গড়ে তুলবে যেন পুরো পৃথিবীর শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করতে পারো। কখনো হীনমন্যতায় ভুগবে না। তিনি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, নতুন হওয়ায় এ বিভাগের নানা সীমাবদ্ধতা ছিল, এখনো সেই সীমাবদ্ধতা কাটেনি। এরমধ্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করেছে, সেজন্য তাদের অভিনন্দন। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর খোঁজ নিয়ে যেসব বিভাগে সমস্যা রয়েছে, আমরা সমাধানের চেষ্টা করেছি। আশা করি, এ বিভাগ সফলভাবে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যোগ্যতা, দক্ষতার মাধ্যমে নিজেকে বিভাগের এম্বাসাডর হিসাবে গড়ে তুলতে হবে। তোমরা জ্ঞানের আলো দিয়ে নিজেকে বিকশিত করতে হবে। তোমরা এই বিভাগের গৌরব, তোমাদের সাফল্যই পরবর্তীদের জন্য প্রেরণা হবে। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই বিভাগের নাম যেন তোমাদের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়, সেই দোয়া রইলো।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ একটি বিভাগে পরিণত হচ্ছে এ বিভাগ। ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের গবেষণা করার দারুণ ক্ষেত্র রয়েছে। তিনি বলেন, যারা সফলতার সাথে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছে, তাদের অভিনন্দন। তিনি শুধুমাত্র চাকরির পিছে না দৌঁড়ে উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জাতির প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
বিভাগের সভাপতি জনাব মৌমিতা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জনাব সাইদুর রহমান ও জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের ফারজানা রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com