জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
প্রতি বছরের ন্যায় এই বারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাটিমী সালমান ফারসি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল।
১৩ নভেম্বর বৃহস্পতিবার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথায় জামেয়া সালমান ফারসি মাদ্রাসা মাঠে চতুর্থ বারের মত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি খলিল আহমেদ কুরাইশী।। প্রথম অধ্যায়ে মাওলানা ইউনুস সাহেবের সভাপতিত্বে আলোচনা করেন মুফতি আহমদ উল্লাহ কাসেমী ও মুফতি জহিরুল ইসলাম ফারুকী।।
দ্বিতীয় অধ্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুনের আলোচনা করেন আল্লামা মুফতি নুরুল হক ও মুফতি শহীদ উল্লাহ।। মাহফিলের আয়োজক সালমান ফারসি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোছাইন বলেন মাহফিল থেকে কেহ যদি একটু আমাল করে তার জীবনকে ইসলামী জীবনে গড়ে তোলে এটাই মাহফিলের সার্থকতা হবে ।।
সার্ভিক সহযোগিতায় ছিলেন মাদ্রসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ হোছাইন।।


