জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় উৎসাহিত করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— শিক্ষক আজাদ হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, শিক্ষক সোহেল হোসেন, নাছরিন আক্তার, তাহমিনা আক্তার, মজিবুর রহমান, শেফালী আক্তার, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, বাতিসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার এবং জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের উন্নতি ঘটাতে পারবে, তেমনি পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com