কাজী রেজওয়ান হোসেন, জয়পুরহাট, প্রতিনিধি, ৩ ডিসেম্বর :
জয়পুরহাট সদর থানার চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় চিকিৎসায় রয়েছেন।
নিহত নুরনাহার বেগম (৫০) সাথে জয়পুরহাট বাগিজাপাড়ার মো: গোলজার হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ে কয়েক বছর পরে তাদের মনমালিন্যের কারণ স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়। তালাকের পরে নিহত নুরনাহার পিতা আ: গফুরের বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সোমবারে নিহত নুরনাহার বেগম ও তার ভাতিজি মোছা: খাদিজা (১৬) একসাথে ঘুমাতে যায়।পরে বুধবার ৩ ডিসেম্বর আনুমানিক রাত ২টা ৩০ থেকে ৩টা ৩০মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত নুরনাহারের ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে দুই জনের মাথায় মাথায় আঘাত করে। এ সময় পাশের রুমে নিহতে ছোট ভাইয়ের স্ত্রী ঘুমিয়েছিল। দুর্বৃত্তরা তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে যায়। এ সময় নুরনাহার বেগমের কানের দুল খুলে এবং খাদিজার কানে দুল কান ছিরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত প্রায় ৪টার দিকে নুরনাহার বেগম ও খাদিজাকে গুরুতর অবস্থায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এম্বুলেন্সে উঠানো সময় নুরনাহার মারা যান। খাদিজাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শংকামুক্ত নয়।
এ প্রসঙ্গে জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: নাজমুল কাদের বলেন, হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


