ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে প্রতীক বরাদ্দ সম্পন্ন: প্রচারে নামছেন ৮ প্রার্থী

    admin
    January 21, 2026 6:09 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।

    জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি)উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বর্তমানে ৫ জন বৈধ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তাদের প্রতীকগুলো হলো:
    মোঃ মাসুদ রানা প্রধান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ।
    মোঃ ফজলুর রহমান সাঈদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ( দলীয় নির্ধারিত প্রতীক)।
    সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র): ঘোড়া।
    তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী): কাঁচি।
    মোঃ ওয়াজেদ পারভেজ (বাসদ): মই।

    জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর):
    তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ৩ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীকগুলো হলো:
    মোঃ আব্দুল বারী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ।
    এস এম রাশেদুল আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ।
    এস এ জাহিদ (আমার বাংলাদেশ – এবি পার্টি): ঈগল ।

    প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনে আচরণ বিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন- নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার,জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যরা।

    উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একযোগে সারাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST