ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    admin
    January 12, 2026 10:03 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।
    আজ ১২ জানুয়ারি সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত চম্পা রানী (৪০) বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী।

    অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।

    তিনি আরও জানান, আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানের সময় জয়পুরহাট সেনাবাহির ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST