কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে //
সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সদস্যরা। রোববার, ০৫ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ওয়াজেদ।
আটককৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও জয়পুরহাট সদরের নারায়ণপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে স্মৃতি আখতার রুমি (৪৪) বলে জানাগেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওগাঁর জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফারুক হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি আখতার রুমিকে আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এর তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ঘটনাস্থলেই ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।