কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইয়ানূর ( ৩৫) উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা যায়।
স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল কর্মী ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। গ্রামের মানুষজন ইয়ানুর ও মোস্তফার পক্ষ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এমনকি এলাকায় দুই পক্ষের রেষারেষির ঘটনাটি মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের চিৎকারে আশপাশে থাকা গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ানূরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা রয়েছে।


