নীলফামারী জেলা প্রতিনিধি:
জলঢাকা এলজিইডির কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এ যেনো দেখার কেউ নেই বসে আছেন কর্মকর্তারা থেকেও যেনো নেই। আজকে রোজ শনিবার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন ভাবুনচুর বেলাল মেম্বার এর বাড়ির থেকে হলদিবাড়ির পর্যন্ত রাস্তা কার্পেটিং এর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তা কার্পেটিং করার আগে প্রাইম কোড আজ থেকে ১০ দিন গত সময়ে করা কিন্তু এখন দেখা যাচ্ছে মাটি ও প্রাইম কোড মিশে একাকার। কোথায়, কোথায় আবার
রাস্তার উপরে থাকা গাছের লতা,পাতা ও বিভিন্ন ময়লা আবর্জনা ভরা উপর দিয়ে চালিয়ে যাচ্ছে রাস্তা কার্পেটিং এর কাজ। স্থানীয়দের অভিযোগ রয়েছে তারা নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।এবং কি রাস্তার উপরে যে ধুলো, ময়লা, জমিয়ে আছে তা পরিষ্কার না করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে সচেতন মহল বলতেছেন যে যেভাবে নিম্নমানের কাজটি করা হয়েছে দুই বছরও রাস্তাটি টিকবে না ধসে পড়ে যাবে। এবং কি এলাকার মানুষরা আরো বলেন এ রাস্তা গুলো আজকে দীর্ঘ তিন বছর ধরে সংস্কার হওয়ার কথা ছিলো কিন্তু তারা করে না। এলজিইডি কে জানানো হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে পিছিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে জলঢাকা এলজিইডির বিরুদ্ধে। তবে অনেকেই বলতেছে এখান থেকে একটু ডিমলা, যান ডোমার জান, দেখবেন তাদের কাজের কোয়ালিটি। তথ্য চাওয়ার জন্য জলঢাকা উপজেলা এলজিইডির প্রকৌশলী তারিকুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে সংবাদকর্মীদের বলেন ফালতু কথা বলেন মিয়া, আমার কাজ তো ভালো হচ্ছে অথচ পুরো জলঢাকা উপজেলা জুড়ে এলজিইডির অনিয়মে ভরপুর। তবে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের নিন্দা চলছে জলঢাকা উপজেলা জুড়ে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে মুঠোফোনে একাধিকবার তথ্য চাওয়ার জন্য ফোন করলে তিনি ফোন রিসিভ করেন না। ভাবনচুর বাজার জলঢাকা নীলফামারী।


