মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে দশম গ্রেড বাস্তবায়ন দুইদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
সোমবার সকালে(৭অক্টোবর )জামালপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে ৭ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুইদিন ব্যাপী কর্মবিরতি,সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত সরকারের সকল মন্ত্রণালয়,অধিদপ্তর,পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং)ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন দারিতে আয়োজন করেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট,বক্তব্য রাখেন জেলা পরিষদের সার্ভেয়ার নাজমুল হাসান বকশিগঞ্জ উপজেলার সার্ভেয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আল জুবায়ের সহ সকল দপ্তর কর্মরত,সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার সার্ভেয়ার গন উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com