জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলা ৪ নং তুলশীরচর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক মসজিদ কমিটির সভাপতি ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল মাস্টারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল মাস্টার ২০২০ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বায়তুল আমান জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। এ সময় মসজিদ উন্নয়নের জন্য সংগৃহীত অর্থ তিনি মসজিদের নামে যৌথ অ্যাকাউন্টে না রেখে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন বলে অভিযোগ রয়েছে। ওই অ্যাকাউন্টে নমিনি হিসেবে তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
৫ আগস্টের পর থেকে মসজিদের খোজ খবর নেওয়া ও আসা বন্ধ করে দেন বিপুল মাস্টার।এর ফলে মসজিদের সাধারণ কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য অসুবিধা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ নতুন একটি কমিটি গঠন করেন।এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ইউসুফ এবং ক্যাশিয়ার হিসেবে শেখ ফরিদ দায়িত্ব গ্রহণ করেন।নতুন কমিটি গঠন করার পর মসজিদের হিসাব ও মসজিদের জমা থাকা অর্থ সাবেক সভাপতি বিপুল মাস্টারের কাছে ফিরত চাইলে বিপুল মাস্টার মসজিদের অর্থ ফেরত দিতে অস্বীকার করেন।এমনকি তিনি নতুন কমিটির সদস্যদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
নতুন কমিটির সদস্য ও মুসল্লিরা জানান, মসজিদের নামে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য নরুন্দি ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গেলে তৎকালীন সভাপতির আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসে।
বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম ইউসুফ ও ক্যাশিয়ার শেখ ফরিদ জানান,বিপুল মাস্টারের কাছে মসজিদের টাকা চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করেন এবং আমরা নতুন কমিটি গঠন করায় আমাদের নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে আপ্রশাসনেরসছে।
প্রশাসনের কাছে বিপুল মাস্টারের অর্থ আত্মসাৎ এর বিষয়টি সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে এলাকায়বাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com