মাহবুব হাসান, ঝালকাঠি থেকে
ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এতে ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি এবং কাঠালিয়া থানার মোট ৪ টি দল অংশগ্রহণ করছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইলাল ম্যাচে নলছিটি থানার টিম হর্স রাইডার্স বনাম কাঠালিয়া থানার টিম এলিভেন টাইগার্স এর মধ্যাকার খেলায় নির্ধারিত সময়ে গোলশুণ্য ড্র হলে নিয়মানুযায়ী টাই ব্রেকার অনুষ্ঠিত হয়।
এতে নলছিটি থানার হর্স রাইডার ৩-৫ গোলে কাঠালিয়ার এলিভেন টাইগার্সকে পরাজিত করে বিজয়ী হয়। এ টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেন সদর থানার টিম রয়েল হান্টার্স
খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
প্রধান অতিথি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, খেলা-ধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম এবং থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্তাগন উপস্থিত ছিলেন।


