মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের মূল সফর ভারতের কলকাতায়। তাকে আনার উদ্যোগটাও সেখানকার পৃষ্ঠপোষকদের। তবে নিজের ইচ্ছায়ই বাংলাদেশে আসছেন মার্টিনেজ। রাজধানীতে মোট ১১ ঘণ্টা থাকবেন আর্জেন্টাইন গোলরক্ষক।১১ ঘণ্টা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মার্টিনেজ। ক্রিড়াপ্রেমী প্রধানমন্ত্রী সোমবার দুপুর ২টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজের সঙ্গে। রোববার এই তথ্য জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কাছ থেকে।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে যাবেন মার্টিনেজ। ফান্ডেডনেক্সট ডিজিটাল বিজনেস গ্রুপ নেক্সট ভেঞ্চারের একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশে মার্টিনেজের আগমনের স্পন্সর। ফান্ডেডনেক্সটের কার্যালয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটাবেন মার্টিনেজ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com