কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:
আজ ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি–কে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গুলি চালায়। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি বিক্ষোভ মশাল মিছিল করে। মিছিলটি আজ সন্ধায় জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় ছাত্রশক্তি জেলা আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল বলেন “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়বে।”
জাতীয় ছত্রশক্তির সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম বলেন “এই হামলা শুধু একজন প্রার্থীকে টার্গেট করা নয়; এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনকে বানচাল করা এবং দেশে সন্ত্রাসী রাজনীতির ভিত্তি স্থাপন করতে চাওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—এ দেশের গণতন্ত্রকে রক্তের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।”
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জয়পুরহাট এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে অনান্যদের উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় ছাত্রশক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক নাফি দেওয়ান, সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম, ইশতিয়াকসহ এনসিপি জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।


