মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। সাধারণ খেটেও খাওয়া মানুষ গুলো বিভিন্ন পেশা বেছে নিচ্ছে। যারা রিক্রাশা চালিয়ে জীবিকা নির্বাহ করত, তারা এখন রাস্তার মোরে বিভিন্ন রকমের ছোট দোকান দিয়ে বসে পড়ছে। যেমন কেউ শীতের পোশাক বিক্রি করে, শীতকালিন সবজি বিক্রি করছে, কেউ পিঠার তৈরি করে বিক্রি করছে, অনেকে আবার ঝালমুরীর দোকান দিয়েছে। শীত আসলে সাধারণ মানুষের জীবন জীবিকার ধরন পালটিয়ে যায়। বর্তমানে মানিকগঞ্জ শহরের অলি গলি তে দেখা যায় বিভিন্ন পিঠার দোকান। ঐ সব পিঠার দোকানে তৈরি হয় তিন ধরনের পিঠা, তবে ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন পিঠা তৈরি করে দেওয়া হয়। সাধারণ তো অনেক পরিবারের লোকজন কম, তাই পিঠা তৈরি করতে মনে চায়না। তার ঐসব পিঠা দোকান দার দের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায়। এছাড়াও ঘূরতে বের হলে ঝালমুরি তো খেতে হবে। সাধারণ মানুষের পরিবার সদস্য মিলে শীতের সময় বাড়ি হাল ধরে, বিভিন্ন ভাবে অর্থ উপার্জনের মাধ্যমে। কিছু কিছু মানুষ যেমন নিজ কর্ম ছেড়ে নতুন কর্ম বেছে নিচ্ছে,আবার কিছু কিছু মানুষ কর্ম না থাকার কারণে অপরাধের পথ বেছে নিচ্ছে। রাতের আঁধারে চুরি, ছিনতাই, মত কাজ করছে। শীত তীব্র মানুষ কে সুন্দর কিছু শিক্ষা দেয়। তেমন অনেক কষ্টের মাঝে বিপদ ডেকে আনে। ঋতু পরিবর্তন সাথে সময় ও প্রকৃতি যেমন পরিবর্তন হয় তেমন মানুষ ও তার অবস্থান পরিবর্তন করে আর করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com