নজরুল ইসলাম বিপ্লব,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কাকিনা এলাকার সালেমা আটো রাইস মিলের ভাড়ায় থাকা তুলার গোডাউনে হঠাৎ আগুন লাগে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই পুরো গোডাউন জ্বলে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে নিজ উদ্যোগে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
গোডাউনের মালিক পক্ষ জানায়, সেখানে বিপুল পরিমাণ তুলা ও কাঁচামাল মজুদ ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


