এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জননেতা মুফতি আমির হামজা আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার ২১ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাকে এই প্রতীক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতীক বরাদ্দ শেষে মুফতি আমির হামজা বলেন, “দাঁড়িপাল্লা ন্যায়, ইনসাফ ও ভারসাম্যের প্রতীক। কুষ্টিয়া-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে চাই।”
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের খবরে এলাকাজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনে এবারের নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী নির্বাচনে এই আসনে ভোটের মাঠে জমে উঠবে প্রতিদ্বন্দ্বিতা—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com