অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের পক্ষে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অষ্টগ্রাম উপজেলার কৃতি সন্তান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-মানবাধিকার সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম আক্তারকে কিশোরগঞ্জ-৪ ও নরসিংদী-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট দুই আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং মানবাধিকার প্রশ্নে আপসহীন অবস্থানের কারণে এডভোকেট মাহবুবুল আলম আক্তারের ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন-এর প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
নেতৃত্বের দেওয়া এই আস্থাকে সম্মান জানিয়ে এডভোকেট মাহবুবুল আলম আক্তার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো—ইনশাআল্লাহ।”
সাংগঠনিক দায়িত্ব পালন ও রাজপথের আন্দোলন–সংগ্রামে দৃঢ়, সাহসী ও অগ্রগামী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এডভোকেট মাহবুবুল আলম আক্তারের এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে।


