বরগুনা প্রতিনিধি:
দক্ষ হওয়ার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে অন্তত ১০ কোটি তরুণ-তরুণীকে সঠিক দক্ষতাসম্পন্ন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব।
মঙ্গলবার (১১ নভেম্বর) বরগুনার আমতলী পৌরসভা মাঠে অনুষ্ঠিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর।
জোর করে কাউকে দক্ষ করা যায় না, এর জন্য দরকার ব্যক্তিগত আগ্রহ ও নিষ্ঠা। যদি মনোযোগ দিয়ে এক-দুই বছর প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে অর্জিত দক্ষতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তাই নিজেকে গড়ে তুলতে সবাইকে এ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানটি আয়োজন করে সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি), যা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের উপসচিব মুহাম্মদ আমিন শরীফ, পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, পিকেএসএফের ব্যবস্থাপক গোলাম জিলানী এবং এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ বেকার তরুণ-তরুণী, অভিভাবক ও ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত ছিলেন।


