ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে — ডা. এ জেড এম জাহিদ হোসেন

    admin
    January 11, 2026 10:00 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তথা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    রবিবার (১১ জানুয়ারি) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই। আমার ঠিকানা এই দেশ, আর এই দেশের মানুষ।” তাঁকে নানা ভাবে হেনস্তা করা হলেও আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ।

    তিনি আরও বলেন, আজ আমাদের শপথ নিতে হবে— দেশনেত্রীর যে অসমাপ্ত কাজ, অর্থাৎ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সেটিকে সফল করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফার আলোকে দেশের মানুষকে সুসংগঠিত করে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

    ডা. জাহিদ হোসেন বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির আহ্বান ও তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া, যাতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হয়। দেশনেত্রী যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই আন্দোলনের পতাকা আজ তারেক রহমান বহন করছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হলে ঘোড়াঘাটের মাটিতেই ইতিহাস সৃষ্টি করতে হবে।

    তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে এবং যারা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ পরিষ্কার করেছেন— সেই সকল শহীদের আত্মাও শান্তি পাবে। শহীদদের আত্মা আজ আমাদের দিকে তাকিয়ে আছে।

    বক্তব্যের শেষাংশে ডা. জাহিদ হোসেন বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, গারো, মারমা, চাকমা, সাঁওতাল— সবাই ভেদাভেদ ভুলে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে ‘সুশাসনের আগামীর বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সবাইকে শপথ নিতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়নসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST