মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র উদ্যোগে আজ সোমবার (১ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী টি হোসেন মার্কেটের সামনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুন্নবী।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ফাইম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, ডাক্তার আোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম ও এ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ও পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা বিএনপির তরুণ প্রজন্মের অন্যতম নেতা অয়ন চৌধুরী, বিএনপির নেতা কাবুল চৌধুরী, উপজেলা যুব দলের আহব্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক পান্না।
আলোচনা শেষে দোয়া পাঠ করেন- উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালম আজাদসহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ ব্যবসায়ীগণ। এর আগে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম করা হয়। এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায়
প্রধান অতিথির বক্তব্য আবু হায়াত নুরুন্নবী বলেন, একজন মুসলমানের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহব্বান জানান।


