ঢাকাTuesday , 20 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে আচরণবিধি লঙ্ঘন করে টাকার বিনিময়ে ছাত্রদল সভাপতির ভোট প্রার্থনা

    admin
    January 20, 2026 6:20 pm
    Link Copied!

    ধুনট বগুড়া প্রতিনিধি:

    বগুড়ার ধুনটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকার বিনিময়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন ছাত্রদল সভাপতি মিলন মিয়া। গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের চুনিয়াপাড়া এলাকায় টাকার বিনিময়ে এ ভোট প্রার্থনা করেন। মিলন মিয়া ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদে দায়িত্বে আছেন।
    ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ভোটের হাট” নামের একটি পেজে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়ার বিড়ি ও টাকার বিনিময়ে ভোট প্রার্থনার একটি ভিডিও ভাইরাল হয়। মাত্র ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদল সভাপতি মিলন মিয়া ও তার সঙ্গীরা বগুড়া-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মো. সিরাজের ছবি সংবলিত লিফলেট নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ কৃষকদের মাঝে বিড়ি ও টাকা বিতরণ করছেন। ভিডিওতে শোনা যায়, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো ভোট দেবেনই, তারপরও আপনাদের সঙ্গে সালাম বিনিময়ের জন্য এসেছি। আপনাদের বাড়ির যে টুকটাক সমস্যা আছে, সেগুলো দেখা হবে। আমরা বগুড়ার মানুষ… ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।” এসব কথা বলার পর তিনি তার পাশের এক সঙ্গীর কাছ থেকে টাকা নিয়ে বিড়ি কেনার জন্য স্থানীয় এক কৃষককে দেন।

    এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অনেকেই যেমন বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন তেমনই নির্বাচনে প্রচারনারও কিছু নীতিমালা রয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির ১৮ নম্বর বিধি অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী অথবা তাদের পক্ষে কাজ করা কোনো ব্যক্তি নির্ধারিত তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। এছাড়া ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। এছাড়া গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কাজ করা কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের আগে গণভোটের প্রচারণার আড়ালে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত প্রচারণা পরিচালনা করতে পারবেন না। নির্বাচন আইন ও আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

    এবিষয়ে ঘটনার দিন বিকেলে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়ার সাথে মুঠফোনে কথা বললে গণসংযোগের কথা স্বীকার করে বলেন, আমি মিল্ক ক্যান্ডি খাচ্ছিলাম। এক জনের সাথে ভোটের বিষয়ে কথা বলতে ছিলাম। আমার হাতে মিল্ক ক্যান্ডি ছিলো। আমি ওই ব্যাক্তিকে মিল্ক ক্যান্ডি দিচ্ছিলাম। এই ভিডিওটা আমার আইডিতে পোষ্ট করেছি। সেই ভিডিও জামাত শিবিরের লোকজন ইডিট করে পোষ্ট করেছে। যা আমার বিরুদ্ধে একটি অপপ্রচার। এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের হাতে থাকা লিফলেট গুলো অনেক আগের ও পুরনো লিফলেট ছিলো।

    মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই।

    বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

    বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। খবর নিয়ে দেখতে হবে।

    এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, বিষয়টি আমি অবগত নই বা আমার নজরেও আসেনি। তবে ভিডিওটি সত্য কিনা বা ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST