নিজস্ব প্রতিবেদক
নড়াইলের গোবরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর সময় দোকানি সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস ও সাইফুল ইসলামের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


