নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড সংলগ্ন সুমন সুপার মার্কেটের রাইশা টেলিকম অ্যান্ড মোবাইল এক্সেসরিজ দোকান থেকে চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন ও ১১ হাজার ২২০ টাকার এমবি ও মিনিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ৩টা ৭ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শাটার কৌশলে খুলে মূল্যবান মোবাইল ফোন ও রিচার্জ কার্ড চুরি করে পালিয়ে যায়। পরে দোকান মালিক আবু তালেব বিশ্বাস (২৫) নড়াইল সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার পরপরই নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের নির্দেশনায় তদন্তে নামে পুলিশের চৌকস একটি টিম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নেতৃত্বে ২০ নভেম্বর রাত ৩টা ৪০ মিনিটে খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) নামের দুই পেশাদার চোরকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সব ২৫টি মোবাইল ফোন এবং এমবি-মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার দুইজনই খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com