মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রাম আদালত দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছে। গ্রাম আদালতের শুনানি শেষে অভিযুক্ত পক্ষকে ভুক্তভোগী ও তার সন্তানের ভরণপোষণ বাবদ ৯৯ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মনি আক্তার (ছদ্মনাম) নাউতারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর কাকড়া গ্রামের বাসিন্দা মোঃ নুরুল হকের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার তমিজ উদ্দিন কালা'র ছেলে মোঃ আব্দুল গফুর ওরফে গফুর বাদশা'র সঙ্গে ইসলামী শরীয়ত মতে তার বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ ওঠে।
মোছাঃ মনি আক্তারের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সংসার টিকিয়ে রাখার জন্য তিনি একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে নির্যাতন বন্ধ না হওয়ায় একপর্যায়ে তাকে গর্ভাবস্থায় জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় সংসারে ফেরানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি আউটডোর ক্লিনিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ভর্তি করানো হয়। সেখান থেকে বাড়িতে এনে আবারও নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, পুনরায় নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলে তারা ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
এর পরিপ্রেক্ষিতে নাউতারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গত ২২ নভেম্বর ২০২৫ ইং একটি দেওয়ানি মামলা (মামলা নং ৪৩/২৫) দায়ের করা হয়।
পরবর্তীতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে
গ্রাম আদালতের নিয়মিত শুনানি, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে ৪:১ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে নির্ধারণ করা হয় অভিযুক্ত মোঃ আব্দুল গফুরের বিরুদ্ধে আবেদনকারী মোছাঃ মনি আক্তার ও তার সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৯,০০০ টাকা এবং পূর্বের ১১ মাসের বকেয়া বাবদ মোট ৯৯,০০০ টাকা জরিমানা আরোপ করে আদেশ প্রদান করেন।
আদেশ অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গ্রাম আদালতে উপস্থিত হয়ে উক্ত অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বিধি ১৯(১) অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
এই সিদ্ধান্তের পক্ষে উপস্থিত ছিলেন ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালত সভাপতি মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ইউপি সদস্য জাফর উদ্দিন কাচুয়া, জিন্নুত আলী, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জসমুদ্দিন জসো।
এ বিষয়ে নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর একটি মাধ্যম। এই মামলায় আমরা আইন অনুযায়ী সুষ্ঠু শুনানি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রায় প্রদান করেছি। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে গ্রাম আদালত সবসময় কঠোর অবস্থানে থাকবে।”
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পূরবী রানী রায় বলেন, “নারী নির্যাতন একটি গুরুতর সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনায় গ্রাম আদালতের দ্রুত ও ন্যায়সঙ্গত রায় ভুক্তভোগী নারীদের জন্য আশার বার্তা বহন করে। ভরণপোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও নারী নির্যাতন প্রতিরোধে গ্রাম আদালত, প্রশাসন ও সমাজের সকল স্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
স্থানীয়রা মনে করছেন, গ্রাম আদালতের এ ধরনের কার্যকর ভূমিকার ফলে ইউনিয়ন পর্যায়ে পারিবারিক বিরোধ, নারী নির্যাতন ও সামাজিক অনিয়ম দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। এতে করে একদিকে যেমন ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন, অন্যদিকে সমাজে আইন মানার প্রবণতাও বাড়ছে।
ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মনি আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করায় গ্রাম আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের নির্যাতন বন্ধে প্রশাসন ও সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
সচেতন মহলের অভিমত, নাউতারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এই রায় স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য যে, এবিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুল গফুর ওরফে গফুর বাদশা'র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার মন্তব্য দিতে রাজি হয়নাই।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com