তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ নভেম্বর শুক্রবার উপজেলা জামায়াতের আয়োজনে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই যোদ্ধা সিবগাতুল্লাহ সিবগা ও উন্নয়নের রূপকল্প পেশ করেন শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার, জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র প্রার্থী ফারদিন হাসান হাসিব, ব্যবসায়ী শামছুল আলম সওদাগর প্রমুখ।
এসময় বক্তারা চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট চান। সর্বকনিষ্ঠ ও যোগ্য প্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া ভিপিকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীসহ কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। এর আগে জুমার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হোন।


