তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি//
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪), সিপিসি-১ জামালপুর।
র্যাব জানায়, ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নালিতাবাড়ী থানা এলাকার জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
অভিযান চালিয়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত শিশু জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে অপর সহযোগী মোঃ আবুল হোসেন (২৩) পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে আটক কিশোরের দেখানো মতে ঘটনাস্থল থেকে ২৩ (তেইশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
র্যাব আরও জানায়, ধৃত কিশোর ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।