তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নালিতাবাড়ীর পোড়াগাঁও কালাপানি এলাকায় জনৈক আমিরের বাড়ি সংলগ্ন লিচু বাগানের সামনে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় নালিতাবাড়ীর আসমত আলী (৩০), মোঃ ওয়াসিম মিয়া (৩৫) ও মোঃ ইয়াসিন আলী (২৬) এর নাম উঠে এসেছে।
অপরদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খবির ওরফে কবির (২৫) কে গ্রেফতার করে র্যাব। তিনি ওই উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের মৃত মান্নাত আলীর ছেলে।
জব্দকৃত মদ ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।