ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন এই সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্টিত

    admin
    September 20, 2025 4:47 pm
    Link Copied!

    এম কে হাসান, কক্সবাজার থে‌কে//

    নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন। এই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনকে সামনে রেখে ২০ সেপ্টেম্বর কক্সবাজারের অরুণোদয় স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা।

    অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে কোষ্ট ফাউন্ডেশন এবং সিসিএনএফ(কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম)। এই সভা সঞ্চালনা করেন কোষ্ট এর সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর আলম ।
    আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন এর পূর্ব প্রস্তুতি হিসেবে এই সভায় কোষ্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে তানজিল উদ্দিন রনি(বর্জ্য ব্যবস্থাপনা), সাজিদুল ইসলাম ( পানি ব্যবস্থাপনা) এবং শাহিনুল ইসলাম ( ভূমি ব্যবস্থাপনা) নিয়ে ভিডিও চিত্র উপস্থাপনা করেন ।
    এরপর উপস্থিত সবার জন্য উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করেন, উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান(সভাপতি, কক্সবাজার প্রেসক্লাব ও সম্পাদক, দৈনিক সৈকত), অধ্যাপক অজিত পাল(সাবেক অধ্যক্ষ উখিয়া কলেজ), আবুল কাশেম (প্রধান নির্বাহী, হেলপ কক্সবাজার), তৌহিদ বেলাল (জেলা প্রেসক্লাব সভাপতি), সাংবাদিক এইচ এম এরশাদ (জনকন্ঠ), রুহুল কাদের বাবুল, এরফান হোসেন,তৌফিকুল ইসলাম লিপু , নিয়াজ সেলিম, এডভোকেট সাকী এ কাউছার, মৌলানা জাফর আলম (সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা) প্রমুখ ।
    আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, মানবাধিকার রক্ষা, এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন পাশাপাশি পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ৩০০ একর কৃষি জমি অব্যবহৃত থাকা, প্রত্যাবাসন ইস্যুতে (চীন, রাশিয়া ও ভারতের ইচ্ছার উপর নির্ভরশীল), এলপিজি গ্যাস, খাবার ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারূপ করেন । বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যু কেবল বাংলাদেশের একার নয়, বরং এটি একটি বৈশ্বিক মানবিক সংকট। তাই এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
    বিশেষ গুরুত্বের সঙ্গে জানানো হয় যে, কক্সবাজারেরই গর্বিত সন্তান, কোষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম এবারের জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে কক্সবাজারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন। এটি কক্সবাজারের জন্য অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।
    সভায় উপস্থিত সকলে রেজাউল করিমের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং জোরালো ভাবে দাবি জানান, তাঁকে যেন জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাবনা ও স্থানীয় জনগণের দাবিগুলো তুলে ধরার পূর্ণ সুযোগ দেওয়া হয়।
    বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া জরুরি, আর রেজাউল করিম সে দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST