কুলাউড়া প্রতিনিধি//
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা বলেছেন, জনগণের প্রত্যাশা ও ভালোবাসা থেকেই তিনি নির্বাচনে এসেছেন। নির্বাচিত হলে চা বাগানের শ্রমিকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ম্যান্ডেলা বলেন, দীর্ঘ ২৪ বছর চা বাগানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি।
চা শ্রমিকদের জীবন-সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি। এখনো আমি চা বাগান সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছি। তাই শ্রমিকদের দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবির বিষয়টি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমি চিরঋণী। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কুলাউড়াকে এগিয়ে নিতে চাই। ম্যান্ডেলা আরও বলেন, নির্বাচিত হলে কোনো বেতন বা পারিশ্রমিক না নিয়েই জনগণের জন্য কাজ করবো। আমার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, তাই জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি চিকিৎসাসেবার মানোন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন এবং হাওর, বিল, নদী-নালা রক্ষা ও উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান।
যানজট নিরসনে কুলাউড়া শহরে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকারিভাবে সম্ভব না হলেও প্রয়োজনে নিজ উদ্যোগেই এটি বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হুমকি বা দামকি চলবে না। নির্বাচিত হলে প্রতি মাসে জনগণের সঙ্গে সরাসরি বসে তাদের সমস্যা ও মতামত শুনবেন।


