সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলার শিমুলবাড়ী,কাঁঠালী,ডাউয়াবাড়ী,শৌলমারী,কৈমারী ও বালাগ্রাম ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এখানে উপস্থিত ছিলেন নীলফামারী ০৩ জলঢাকা আসনের ধানের শীষের কান্ডারি জনাব আলহাজ্ব সৈয়দ আলী,জলঢাকা পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ময়নুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল জেলা বিএনপির সদস্য মোঃ আকবর আলী ও আহমেদ আলী বাবু,সাবেক উপজেলা সহ সভাপতি শফিকুল ইসলাম সবুজ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এখানে দেশনেত্রীর জন্য দোয়া ও নীলফামারী ০৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর প্রতি সবাই শুভকামনা এবং ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


