মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাঁই না হওয়ায় হাসপাতালের ভেতরে জঙ্গলেই এক প্রসূতি সন্তান প্রসব করেছেন। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতালের নার্সদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা মোঃ ইলিয়াছ তার স্ত্রীকে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে পটিয়া হাসপাতালে যান। লেবার ওয়ার্ডে সন্তান অর্ধেক বের হয়ে যাওয়ার পরও নার্সরা ডেলিভারি করাতে অপারগতা প্রকাশ করেন। ইলিয়াছের অভিযোগ, বাচ্চার পজিশন উলটো অজুহাত দেখিয়ে নার্সরা কোনো চিকিৎসা না দিয়ে দ্রুত ছাড়পত্র দেন এবং প্রসূতিকে ২য় তলা থেকে নিচে নামিয়ে দেন।
নিচে নামানোর পরই প্রসব বেদনা তীব্র হওয়ায় প্রসূতি হাসপাতালের পশ্চিম পাশের জঙ্গলে গিয়ে অবস্থান নেন এবং সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে সন্তানসহ তাকে হাসপাতালের লেবার ওয়ার্ডে নেওয়া হয়।
হাসপাতালের নার্স অনামিকা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে করতেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার মিন্টু দে জানান, নার্স বলার কারণেই তিনি রেফার করে দিয়েছেন।
প্রসূতির স্বামী মোঃ ইলিয়াছ দায়িত্বে অবহেলার অভিযোগে নার্সদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় জনসাধারণও উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com