ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

    admin
    September 13, 2025 10:51 pm
    Link Copied!

    মো: তৈয়বুর রহমান, পিরোজপুর প্রতিনিধি:

    পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের দীর্ঘদিনের জীর্ণ অবস্থা অবসানের পথে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। ফোর্স সদস্যদের বসবাসের জন্য ভবনটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। তাই আমি সদর দপ্তরে সংস্কারের জন্য বরাদ্দ চাই। সর্বশেষ ২ কোটি ৩৫ লক্ষ টাকা অনুমোদন পাই। সেই বরাদ্দ থেকে আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজ শুরু হলো, যা সদস্যদের জন্য বসবাসযোগ্য ও আধুনিক সুবিধাসম্পন্ন করা হবে।”

    তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের জন্য আরামদায়ক ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাঁচতলা ভবন নির্মাণ করা হবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, ডিআইও-১, পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক ফোর্স সদস্য।

    উদ্বোধনের সময় পুলিশ সুপার ভবন পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংস্কার কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

    স্থানীয় পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টকর আবাসন পরিস্থিতির উন্নতি ঘটায় তারা অত্যন্ত আনন্দিত। সংস্কারকাজ শেষ হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST