অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দিন থেকেই রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রার্থীদের গণসংযোগ আর নানা কর্মসূচিতে উৎসব মুখর হয়ে ওঠে এলাকার রাজনৈতিক অঙ্গন।
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ তার নিজ গ্রাম, পাংশা উপজেলার বাহাদুরপুর তার মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
অন্যদিকে শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোঃ নাসিরুল হক সাবু, পাংশা পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। অতীতে আমি এই আসনের সংসদ সদস্য ছিলাম। এ অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, সেই বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (NCP) প্রার্থী সায়েদ জামিল (জামিল হিজাযী) সকালে প্রথমে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান। সেখানে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার রাজনীতির বয়স মাত্র ১০ মাস। অথচ এই আসনে এমন অনেক প্রার্থী আছেন, যাদের রাজনীতির বয়স আমার বয়সের সমান। নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। এই আসনে একটি পৌরসভা সহ ২৫ টি ইউনিয়ন রয়েছে। প্রতিদিন একটি ইউনিয়নে গেলেও সব এলাকা কাভার করা সম্ভব নয়। তবুও আমি বিশ্বাস করি, জনগণ যোগ্য প্রার্থী বিবেচনা করেই ভোট দেবেন।
রাজবাড়ী-২ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট আটজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় ভোটের মাঠে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com